ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বেচ্ছাসেবক দলের ৮ জেলার কমিটি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শেরপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, পিরোজপুর ও কুড়িগ্রাম জেলার আংশিক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দলের দফতরের দায়িত্বে থাকা মো. রফিকুল ইসলাম সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ্ বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

 বিবৃতিতে আরও বলা হয়, নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা একই সাথে অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠন করে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নিকট জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

 টিআর/ এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি