ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি করোনাক্রান্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ১৯ জুন ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। গতকাল বৃহস্পতিবার রাতে তার করোনার পজিটিভ রিপোর্ট আসে।

কয়েক দিন আগে তার জ্বর হয়েছিল। তিনদিন আগে নমুনা পরীক্ষার জন্য দেওয়া হলে গতকাল রাতে করোনা পজিটিভের রিপোর্টে আসে বলে জানান নির্মল রঞ্জন গুহ। 

তিনি এখন নিজ বাসায় আইসোলেশনে (বিচ্ছিন্নকরণ) আছেন উল্লেখ করে বলেন, ‘ভালোই আছি। এখন অন্য কোনো উপসর্গ নেই। আমার জন্য দোয়া করবেন।’

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি