ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

স্মার্টফোন কিনতে যে বিষয়গুলো মাথায় রাখবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ১৩ ডিসেম্বর ২০২১

প্রায় প্রত্যেক মাসেই একের পর এক নতুন স্মার্টফোন বাজারে আসছে। সব কোম্পানিই নিজেদের স্মার্টফোন মডেলকে সেরা বলে দাবি করে। এই কারণেই নতুন স্মার্টফোন কেনার সময় কোনটা ছেড়ে কোনটার দিকে যাবেন বুঝতে পারছেন না! তাই স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলি নজরে রাখা দরকার, জেনে নিন সেই বিষয়গুলো।

স্মার্টফোন কেনার সময় যে বিষয়গুলো মাথায় রাখা উচিত।

>স্মার্টফোন কেনার সময় সবার আগে ঠিক করতে হবে আপনি কত খরচ করতে চান? আপনার বন্ধুর আইফোন ১৩ রয়েছে বলে আপনাকে বাজেটের উপরে গিয়ে ফোন কিনতে হবে না। বেশিরভাগ মানুষই একটি ফোন ২-৩ বছর ব্যবহার করেন। তাই বাজেটের উপরে গিয়ে ফোন কিনলে অকারণে আর্থিক চাপের মুখে পড়তে হতে পারে।

>এছাড়াও কেনার আগে বুঝে নিতে হবে ফোন ব্যবহার করে আপনি কী কী কাজ করবেন? যদি শুধুমাত্র কলিং, টেক্সটিং, সোশ্যাল মিডিয়া আর ক্যামেরা ব্যবহারের জন্য ফোন কেনেন তবে হাজার হাজার টাকা বেশি খরচ করে হাই-এন্ড ফ্ল্যাগশিপ কেনার প্রয়োজন নেই। কম দামের ফোনেই এই কাজ করে নিতে পারবেন। 

>Android না iOS? এই প্রশ্নের কোন সঠিক জবাব নেই। যার যে প্ল্যাটফর্ম স্বাচ্ছন্দ্য মনে হয় সে সেই অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। আপনি যদি ছোটবেলা থেকে Windows PC ব্যবহার করে থাকেন তাহলে Android অপারেটিং সিস্টেম আপনার পছন্দ হবে। তবে iOS-এ অনেক বেশি ঝলমলে ও ভালো অ্যাপ পাওয়া যায়।

>আপনার বাড়িতে অন্যান্য কী কী ডিভাইস রয়েছে তার উপরেও নির্ভর করে আপনার ফোন কেনার সিদ্ধান্ত। বাড়িতে যদি ইতোমধ্যেই একটি Android TV, Windows কম্পিউটার, Google Assistant স্পিকার থাকে তবে Android ফোন কেনার সিদ্ধান্ত ভালো হবে। অন্যদিকে বাড়িতে যদি MacBook, Apple Watch, AirPod, iPad এর মতো ডিভাইস থাকে তবে iPhone কিনলে লাভবান হবেন।

>সারাদিন সঙ্গে করে ফোন নিয়ে ঘুরে বেড়ান অনেকেই। ফোনের লুকও আপনার ব্যক্তিত্বের পরিচয় দেয়। কম দামে গ্ল্যামারাস লুক চাইলে কিনতে পারেন Redmi Note 10 Pro। অন্যদিকে স্টাইলিশ লুক চাইলে দেখে নিন iPhone 13 সিরিজ।

>কোনও ফোন মেরামত করা যায় কি না তা কেনার আগেই জেনে নেওয়া প্রয়োজন। যে ব্র্যান্ডের সার্ভিস সেন্টার বেশি রয়েছে সেই ব্র্যান্ডের ফোন কেনা ভালো হবে। এছাড়াও ফোন মেরামত করা সম্ভব কি না তা ইন্টারনেটে দেখে নিতে পারেন। সম্প্রতি বাজারে আসা ফোল্ডিং ফোন মেরামত কঠিন কাজ হতে পারে। 

>অনেকেই ফোনের সঙ্গে বিভিন্ন অ্যাকসেসারি ব্যবহার করতে পছন্দ করেন। তাই এমন ফোন কিনুন যে ফোনে অনেক অ্যাকসেসারি বাজারে পেয়ে যাবেন। বিশ্বব্যাপী জনপ্রিয় নাম iPhone, তাই iPhone কিনলে ফোনের সঙ্গে বিভিন্ন ধরনের অ্যাকসেসারি ব্যবহার করতে পারবেন যা অন্য কোন ফোনে সম্ভব নয়। এছাড়াও Asus, Motorola-র মতো ব্র্যান্ডের থেকে Samsung ও Xiaomi-র মতো ব্র্যান্ডের অ্যাকসেসারি খুঁজে পাওয়া সহজ।

সূত্র: এই সময়
এমএম/এসবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি