ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

স্মার্টফোন নেই রুশ প্রেসিডেন্টের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ১০ ফেব্রুয়ারি ২০১৮

বিশ্বজুড়ে স্মার্টফোনের জনপ্রিয়তার মধ্যেও তা ব্যবহার করেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বৃহস্পতিবার তিনি নিজেই জানিয়েছেন, তার কোনো স্মার্টফোন নেই। এর আগে গত বছর পুতিন বলেছিলেন, সামাজিক মাধ্যমে যুক্ত হওয়া নিয়েও তার কোনো আগ্রহ নেই। ৬৫ বছর বয়সী রুশ রাষ্ট্র প্রধান ২০০৫ সালে জানান তার কোনও মোবাইল ফোন নেই।

গত বৃহস্পতিবার মস্কোতে দেশের বিজ্ঞানী ও শিক্ষাবিদদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ‘আপনাদের কথা অনুযায়ী প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে। কিন্তু আমার কাছে নেই।’ রুশ প্রেসিডেন্টের এই কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন।

গত বছর স্কুল শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেছিলেন, তিনি খুব ইন্টারনেট ব্যবহার করেন।  ব্যক্তিগতভাবে তিনি এসব ব্যবহার করেন না। তার হয়ে কর্মকর্তারাই কাজটি করেন।

তবে পুতিন স্মার্টফোন ব্যবহার না করলেও রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদকে প্রায়ই একটি আইফোন ও অন্যান্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে থাকে। তার নিজের স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। 

২০১২ সালে ক্রেমলিনে ফেরার পর ইন্টারনেটে মত প্রকাশের স্বাধীনতা কঠোর হস্তে দমন করেছেন রুশ প্রেসিডেন্ট। গত বছর অনলাইনে পোস্ট করার অভিযোগে ৪৩জনকে কারাদণ্ড দিয়েছে রাশিয়া।

পুতিনের মুখপাত্র জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট মোবাই ফোন ব্যবহার করেন না। যোগাযোগ করার জন্য অন্য মাধ্যমগুলো ব্যবহার করতেই পছন্দ করেন তিনি।

সূত্র: এএফপি

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি