ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে চাই স্মার্ট নাগরিক: মোস্তাফা জব্বার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৫, ১৭ নভেম্বর ২০২৩

আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে চাই স্মার্ট নাগরিক- আর আজকের তরুণরাই হতে পারে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ নির্মাণের কারিগর। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার  ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। 

"টিএমজিবি-লুনা সামসুদ্দোহা শিক্ষা বৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবি। মন্ত্রী বলেন, ডিজিটাল ডিভাইস আজকের দিনে অপরিহার্য কিন্তু শিশু-কিশোররা যাতে এর অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে অভিভাবকদের সজাগ থাকতে হবে। 
টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের সভাপতিত্বে  অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করীম ভূঁইয়া, বিডাব্লিউআইটির সভাপতি রেজওয়ানা খান বক্তব্য রাখেন। পরে সদস্যের সন্তানদের বৃত্তি ও শিক্ষা উপকরণ তুলে দেন মন্ত্রী। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি