ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

স্মৃতিভ্রম ঠেকাতে বিয়ে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ২ নভেম্বর ২০১৭

বিয়ের মাধ্যমে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে পারে মানুষ। সম্প্রতি একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণা থেকে জানা যায়, বয়স বাড়ার সাথে সাথে অ্যালঝেইমারস বা স্মৃতিভ্রম রোগ  বৃদ্ধি পেতে থাকে। আর  অ্যালঝেইমারস রোগ হলো ডিমেনশিয়ার সাধারণ রূপ।

বিশেষজ্ঞরা টানা সাত বছর ধরে ছয় হাজার ৬৭৭ জন মানুষের উপর গবেষণা চালিয়েছেন। এতে দেখা যায় বিয়ে করার মাধ্যমে এ রোগ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

বয়স বাড়ার সাথে সাথে মানুষের বিষন্নতা  বাড়তে থাকে এবং শারীরিকভাবে অকর্মণ্য হয়ে পড়ে মানুষ। সামাজিকভাবেও বিচ্ছিন্ন হয়ে পড়তে থাকে মানুষ। এর ফলে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। কাজেই বিবাহিত জীবন ও বন্ধুত্ব বয়স্ক লোকদের  স্মৃতি হারানো থেকে রক্ষা করতে পারে।

সূত্র : বিবিসি।

এম/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি