ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ১৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৪২, ১৬ ডিসেম্বর ২০১৭

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বেলা ১১টা ১০মিনিটে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।


এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ দলের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।


পরে যুবদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।


স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারের উদ্দেশে রওনা দেন। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি