ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্যামসাং সিইও হান জং-হি মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভাইস চেয়ারম্যান হান জং-হি আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু প্রযুক্তি শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি বলে মনে করা হচ্ছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

স্যামসাং কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, হান জং-হি-এর মৃত্যুতে প্রতিষ্ঠানটিতে শোকের ছায়া নেমে এসেছে। ২০২২ সালে সিইও পদে অধিষ্ঠিত হওয়ার পর থেকে তিনি কোম্পানির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার নেতৃত্বে স্যামসাং আরও শক্তিশালী অবস্থানে পৌঁছায়, বিশেষ করে স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশে।

দক্ষিণ কোরিয়ার ইনচনের ইনহা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন হান জং-হি। ১৯৮৮ সালে স্যামসাং-এ যোগ দেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কোম্পানির প্রতিষ্ঠাতা লি বাইং-চুলের মৃত্যুর পরপরই তিনি স্যামসাংয়ের অংশ হয়ে ওঠেন এবং প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

হান জং-হি-এর মৃত্যুর পর স্যামসাং ইলেকট্রনিক্স দ্রুততার সাথে নতুন সিইও নিয়োগের সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, জুন ইয়ং-হিউনকে কোম্পানির নতুন সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি কোম্পানির ভবিষ্যৎ উন্নয়নের দায়িত্ব গ্রহণ করবেন এবং হানের অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন।

হান তার স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং স্যামসাংয়ের বিশ্বব্যাপী কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার স্যামসাং সিউল হাসপাতালের ফিউনারেল হলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।


হান জং-হি-এর নেতৃত্বে স্যামসাং বৈদ্যুতিক গাড়ি, স্মার্ট ডিভাইস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ প্রস্তুতকারক, যা প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি