সড়কের উপর বৈদ্যুতিক খুটি, দেখার নেই কেউ
প্রকাশিত : ১৮:১০, ২৪ জুলাই ২০১৯
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাদামতলা-আশ্রমের মাঠ সড়কের উপর রয়েছে চার চারটি বৈদ্যুতিক খুঁটি। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে যানবাহন চালক ও পথচারীদের। সড়কের উপর থেকে খুঁটি স্থানান্তরের জন্য স্থানীয়দের জোর দাবি থাকলেও টনক নড়েনি বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির।
সরেজমিনে দেখা গেছে, বাগেরহাটের দশানি ট্রাফিক মোড় থেকে রামপালের গিলাতলা সড়কের কাড়াপাড়া আশ্রমের মাঠের পাশ থেকে শুরু হওয়া ১২ ফুট প্রস্থের পিচ ঢালা সড়কটি খুলনা-বাগেরহাট মহাড়কের বাদামতলা নামক স্থানে এসে মিলিত হয়েছে। কাড়াপাড়া এলাকার লোকজনকে সহজে মহাসড়কে আসার জন্য ব্যবহার করতে হয় ওই সড়কটি।
সড়কটি পিচঢালা হওয়ায় যানবাহনও চলাচল করে অনেক। আশ্রমের মাঠের পাশ থেকে সড়কের একটু সামনে এগোলেই সড়কের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটি। অপ্রশস্ত এ সড়কের মাঝখানে অন্তত ৪টি বৈদ্যুতিক খুঁটি রয়েছে, যার ফলে যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়া আরও কয়েকটি খুঁটি রয়েছে যেগুলোর অবস্থান সড়কের গা ঘেঁষে।
সব সময় চলাচলে পথচারীরা আতঙ্কে থাকেন, কখন খাম্বার সাথে দুর্ঘটনা ঘটে। কারণ এই সড়কে কোন আলো (লাইট) নেই। আর দুর্ঘটনা ঘটলে প্রাথমিক ভোগান্তি পোহাতে হয়। যত দ্রুত সম্ভব রাস্তার উপর থেকে পল্লী বিদ্যুতের খুঁটিগুলো সরানো প্রয়োজন।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেন জানান, পল্লী বিদ্যুৎ সাধারণত সড়কের উপর বৈদ্যুতিক পোল স্থাপন করে না। এটা হয়ত সড়ক সম্প্রসারণের ফলে বৈদ্যুতিক পোলগুলো সড়কের মাঝখানে চলে গেছে। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি। সড়কে যাতায়াতে সমস্যা হলে আমরা অবশ্যই পোলগুলো স্থানান্তর করা হবে।
এনএস/আরকে
আরও পড়ুন