ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সড়কে কঠোর হচ্ছে বিআরটিএ (ভিডিও)

দিপু সিকদার

প্রকাশিত : ১১:২৯, ২৩ জানুয়ারি ২০২২ | আপডেট: ১১:৩৫, ২৩ জানুয়ারি ২০২২

সড়কে শৃংখলা ফেরাতে কঠোর হচ্ছে বিআরটিএ। রাজধানীসহ দেশের সব মহাসড়কে বাড়ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এদিকে, সড়কে অনিয়মের কারণে গেল ছয় মাসে ১১১ জনকে কারাদণ্ড ও দুই কোটি টাকার বেশি জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালতের চলমান অভিযান সত্ত্বেও শৃঙ্খলা ফিরছে না গণপরিবহনে। রাজধানীর গণপরিবহনের বিশৃঙ্খল চলাচল, ভূয়া ড্রাইভিং ও ফিটনেস সনদ ব্যবহার, বাড়তি ভাড়া আদায়ের মতো ঘটনা ঘটছেই।

এক যাত্রী জানান, ‘স্টুডেন্টদের হাফ ভাড়া তারা এগ্রি করলো না। বলে- বিআরটিএ অভিযান করার পরও আমরা এটা নিচ্ছি। মানে তারা বিআরটিএকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।’

অভিযান পরিচালনাকারী এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘যাত্রীরা বেশি সচেতন নয়। তাদের অসচেতনতার কারণে ট্রান্সপোর্টের লোকজন সেই সুযোগটা নিচ্ছে। তারা যদি সচেতন হয় তাহলে এই সমস্যার অনেকটা দূর হবে। অভিযানের আর দরকার হবে না।’

এমন পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করতে চায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মহাসড়কগুলোতে অতিরিক্ত গতিতে গাড়ী চালানোর বিষয়টিও কঠোর নজরদারি মধ্যে এনেছে সংস্থাটি।  

এদিকে, গত ছয় মাসে বিআরটিএর অভিযানে ১১ হাজারের বেশি মামলা হয়েছে। এতে কারাদণ্ড পায় ১১১ জন। দুই কোটির টাকার বেশি আদায় হয় জরিমানা।

টানা অভিযানের কারণে রাজধানীর ভেতর যানবাহন চলাচলে শৃংখলা ফিরেছে বলে দাবি দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের। 

বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বলেন, ‘ফিটনেসের বিষয় আছে, রুট পারমিটের বিষয় আছে। আজকে দুটি গাড়িকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে, এদের রুটপারমিট ঠিক ছিল না এবং ভাড়া অনেক বেশি নিয়েছে। একটা গাড়িতে পাওয়া গেছে যে, প্রায় ১০-১২ জন যাত্রীর কাছ থেকে ১০ টাকা ১৫ পনের টাকা করে ভাড়া বেশি নিয়েছে।’

অভিযান পরিচালনায় ম্যাজিস্ট্রেট সংকটের কথা জানালেন বিআরটিএ চেয়ারম্যান।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেন, ‘যেহেতু অনুমোদন হয়েছে, আমরা নিয়োগ দিতে পারবো। তখন আমাদের ম্যাজিস্ট্রেটের পদ হবে ১৯টি। সেই ক্ষেত্রে আমাদের অভিযান আরও জোরদার হবে। ফিটনেস বাধ্যতামূলক, এখন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে গাড়ির ফিটনেস দেওয়া হচ্ছে। অ্যাপয়েন্টমেন্টের বাইরে কোন গাড়ি হাজির করলেও ফিটনেস পাবে না।’

সড়কে শৃংখলা ফেরাতে বিআরটিএকে সহযোগিতার অনুরোধ জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি