সড়ক ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা, যান চলাচল শুরু
প্রকাশিত : ২১:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ২২:১০, ২ ফেব্রুয়ারি ২০২৫
প্রায় ২ ঘণ্টা পর রাজধানী মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে যান চলাচল শুরু হলেও সড়কের উভয় পাশে এখনও তীব্র যানজট।
রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার পর অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১১টায় জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকে তাদের পরবর্তী কর্মসূচি জানানো হবে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
এমন পরিস্থিতিতে মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় জলকামানও। এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ।
তার আগে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের বক্তব্যকে কেন্দ্র করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাস্তা নেমে এসে মহাসড়ক অবরোধ করে।
এএইচ
আরও পড়ুন