ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ অ্যাথলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ৭ জানুয়ারি ২০১৮

দিল্লি-পানিপথ ন্যাশনাল হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ অ্যাথলেট। রবিবার দিল্লি-হরিয়ানার সীমান্তে আলিপুর গ্রামের কাছে ভোর ৪টায় দুর্ঘটনাটি ঘটে।

ভারতিয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই মারা যান ভারতের জাতীয় পর্যায়ের ৪ ভারোত্তলক। আহত হয়েছেন আরও ২ জন। আহতদের মধ্যে রয়েছেন মস্কো মিটে সোনা জয়ী সক্ষম যাদব। অপর ভারোওলকও গুরুতর চোট পেয়েছেন। দু’জনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই ভারোত্তলকের বাড়ি উত্তর দিল্লিতে।

নিহত ভারোত্তলকরা হলেন- হরিশ, টিঙ্কু ও সুরজ, চতুর্থজনের নাম জানা যায়নি।

ঘন কুয়াশায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করেছে পুলিশ।

জানা গেছে, প্রথমে গাড়িটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। এরপর ইলেকট্রিক পোস্টে গিয়ে আবারও ধাক্কা খায়। এসময় গাড়ির উপরিভাগ উড়ে যায়।

পুলিশ জানিয়েছে, গাড়ির গতি বেশি ছিল। গাড়িতে পাওয়া গেছে একাধিক মদের বোতল। চালক হয়তো মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি