ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪০, ১৬ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৩:৫৭, ১৬ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা থেকে বরগুনা জেলার আমতলী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢালিউডের চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এসময় রুবেল ছাড়াও আরও ৮ জন আহত হয়েছেন। 

শনিবার (১৬ নভেম্বর) মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নায়ক রুবেলের ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা ফায়ার সার্ভিস এর ইন্সপেক্টর ওহিদুজ্জামান। তিনি জানান, শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নায়ক রুবেলের ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। 

জানা যায়, বরগুনা জেলার আমতলীতে একটি কারাতে ক্লাবে যাওয়ার জন্য নায়ক রুবেল একটি মাইক্রোবাসে (হায়েস) ঢাকা থেকে সকালে রওনা হন। তাদের মাইক্রোবাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার এলাকায় আসলে বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাড়ের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে নায়ক রুবেলসহ তার সাথে থাকা ৮ জন আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এখবর ছড়িয়ে পড়লে রুবেলকে দেখার জন্য হাসপাতালে ভিড় করেন ভক্তরা। রুবেলকে এক কাছ থেকে দেখতে পেরে খুশি রুবেল ভক্তরা।

চিত্রনায়ক রুবেলকে মাদারীপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় তার শরীরের কিছু অংশ কেটে গেলেও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

সড়ক দুর্ঘটনার বিষয়ে কোন কথা বলতে রাজি হননি নায়ক রুবেল। মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি ঢাকায় রওনা হন।

১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক রুবেলের। তার প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়। 

এরপর  ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মুখোশ’সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রুবেল। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই ছিল হিট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি