ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থী গুরুতর আহত, মহাসড়ক অবরোধ

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩০, ৩০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ইজিবাইকের ধাক্কায় জান্নাতুল নাঈম অন্তু নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। 

আহত শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমেস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অন্তু রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এরপর সে রাস্তায় পড়ে গেলে ইজি বাইকটি তার উপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর অন্তুকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়৷

দুর্ঘটনায় আহত ব্যক্তির চারটি দাঁত ভেঙেছে বলে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন। এছাড়াও তিনি মাথায়, পায়ে, কোমরে ও হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। 

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রায় ২ ঘন্টা সময় তারা মহাসড়ক অবরোধ করে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেয়।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর এক সহপাঠী বলেন, কিছু দিন আগেও বিশ্ববিদ্যালয়ের সামনে একজন শিক্ষার্থী ট্রাকের ধাক্কায় আহত হয়েছিলেন। আজ আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে দুর্ঘটনা ক্রমেই যেন বেড়ে চলছে। 

বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে না পারলে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি বাড়বে। আমরা এর স্থায়ী সমাধান চাই। প্রতিটি শিক্ষার্থীর জীবনের নিশ্চয়তা চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, “আমি দুর্ঘটনার বিষয়ে জেনেছি। আহত শিক্ষার্থী বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন। বড় স্পিডব্রেকার নির্মাণের বিষয়ে যাবতীয় প্রক্রিয়া চলমান রয়েছে।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি