সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে নিহত ১০,আহত ৩০
প্রকাশিত : ১৩:৪২, ২৭ মে ২০১৭ | আপডেট: ১৪:০৭, ২৭ মে ২০১৭
সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।
সকালে দিনাজপুরের ডলার দরগায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়। আহত হয়েছে ৪ জন। স্থানীয়রা জানায়, মুরগী বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। ময়মনসিংহের ত্রিশালে রায়মনি চেলেরঘাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ২ পথচারী নিহত হয়েছে। গুরুতর আহত হয় বাসের ২২ যাত্রী। এদিকে, সকালে নড়াইল-যশোর সড়কের ভাদুলীডাঙ্গায় বাসের ধাক্কায় নসিমন চালক আব্দুল আজিজ নিহত হয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুুর-ঢাকা মহাসড়কের ফাঁসিতলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। পুলিশ জানায়, গরু বোঝাই একটি ট্রাকের সঙ্গে রংপুরগামী সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন