ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলম্বিয়ার সাবেক অধিনায়কের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ১৫ এপ্রিল ২০২২

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলম্বিয়ার সাবেক ফুটবল দলের অধিনায়ক ফ্রেডি রিঙ্কনের।

কলম্বিয়ার কালি শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সোমবার সকালে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ফ্রেডি। তাদের গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। গাড়িতে চার জন ছিলেন। তাদের মধ্যে সব থেকে বেশি আহত হন ফ্রেডি। তাকে সঙ্গে সঙ্গে একটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আইসিইউতে ছিলেন। বুধবার তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচারও করা হয় ফ্রেডির মস্তিষ্কে। তারপরেও তাকে বাঁচানো যায়নি। 

ফ্রেডির মৃত্যুতে শোকের ছায়া ফুটবল মহলে।

নব্বইয়ের দশকে কলম্বিয়ার হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন ফ্রেডি। ১৯৯০ সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিরুদ্ধে গোল করে ম্যাচ ড্র করেন ফ্রেডি। ফলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার হাত থেকে বাঁচে কলম্বিয়া। দেশের হয়ে ৮৪টি ম্যাচে ১৭টি গোল করেছেন ফ্রেডি। রিয়াল মাদ্রিদ, কোরিন্থিয়ান্স, নাপোলি ও স্যান্টোসের হয়ে ক্লাব ফুটবল খেলেছেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি