ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হজ্জের প্রাক নিবন্ধন শুরু হচ্ছে ২০ মার্চ

প্রকাশিত : ১৫:৫৫, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৫৫, ১২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

এবার হজ্জের প্রাক নিবন্ধন শুরু হচ্ছে ২০ মার্চ থেকে। ধর্মমন্ত্রী মতিউর রহমান জানিয়েছেন, অব্যবস্থাপনা এড়ানোর জন্য সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে এই নিবন্ধন হবে। সকালে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী হজ মেলার উদ্বোধনে তিনি এসব বলেন। এ বছরের হজ ফি সর্বনিন্ম তিন লাখ চার হাজার নয়শ বিয়াল্লিশ টাকা ধার্য করেছে মন্ত্রনালয়। সৗদি আরবে মুসলমানদের সর্ববৃহৎ জমায়েত হয় প্রতিবছর হজের সময়। মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সব গুনাহ মাফের আশায় বিশ্বের কোটি কোটি মুমিন বান্দা জড়ো হন মক্কায়। ধর্মীয় ভাব-গাম্ভীর্য আর রীতি মেনেই পালিত হয় পবিত্র হজ। তবে, এই কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে পালনে প্রতিবছরই হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। তাই এবার সৌদি সরকার নিয়ম করেছে ইলেকট্রনিক নিবন্ধনের। ঢাকায় হজ মেলার উদ্বোধনীতে গিয়ে হাবের সভাপতি জানান, দেশে হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেছেন, নিবন্ধনের সিরিয়াল অনুযায়ীই একে একে সবাই সুযোগ পাবে হজের। হজের জন্য প্রাক নিবন্ধন শুরু হচ্ছে ২০ মার্চ থেকে। ধর্মমন্ত্রী হুঁশিয়ার দিয়ে বলেছেন, এবার অনিয়ম আর প্রতারণার প্রমান পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বছরের হজ্জ ফি সর্বনিন্ম তিন লাখ চার হাজার নয়শ বিয়াল্লিশ টাকা ধার্য করেছে মন্ত্রনালয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি