ঢাকা, শুক্রবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৫

হজ ও ওমরাহ করতে মেনিনজাইটিস টিকা লাগবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২৫

ওমরাহ পালনের জন্য সৌদি আরবে ভ্রমণকারীদের মেনিনজাইটিসের টিকা নেওয়ার প্রয়োজন নেই। টিকা নেওয়া সংক্রান্ত আগের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) এক নতুন বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে। খবর খালিজ টাইমসের।

এর আগে সৌদি সরকার জানিয়েছিল, যারা পবিত্র হজ পালন করতে দেশটিতে যান, তাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) নেয়া বাধ্যতামূলক। চলতি বছরের ওমরাহ বা ভিজিট ভিসায়ও এই টিকা বাধ্যতামূলক করে কিছুদিন আগে বিজ্ঞপ্তি জারি করেছিল সৌদি সরকার। ১০ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল।

এর প্রেক্ষিতে গত জানুয়ারির শেষ দিকে সৌদি সরকারের ঘোষণা আনুযায়ী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে।

এছাড়া বলা হয়, সৌদিতে আসার অন্তত ১০দিন আগে টিকাটি নিতে হবে এবং তিন বছর আগে যারা টিকা নিয়েছিলেন তাদেরও নতুন করে নিতে হবে। তবে নতুন নির্দেশনার মাধ্যমে আগের সব নির্দেশনাই বাতিল হয়ে গেছে।

এদিকে পবিত্র রমজান মাস শুরু হতে এক মাসেরও কম সময় বাকি আছে। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে সবচেয়ে বেশি মানুষ ওমরা করতে যান। মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতার কারণে সাধারণ মানুষের সৌদিতে যাওয়া একটু কঠিন হয়ে পড়েছিল। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তনের কারণে এখন সবাই নির্বিঘ্নে সৌদিতে গিয়ে ওমরা করে আসতে পারবেন।


এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি