ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হজ করতে ২৪ ঘণ্টায় আবেদন সাড়ে ৪ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬, ১৬ জুন ২০২১

হজ রেজিস্ট্রেশনের প্রথমদিনেই সৌদি আরবে বসবাসকারী সাড়ে চার লাখের বেশি মানুষ আবেদন করেছেন। তাদের মধ্যে ৬০ ভাগ পুরুষ এবং ৪০ ভাগ নারী। খবর আরব নিউজ’র। 

মঙ্গলবার (১৫ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

বলা হয়, আগামী ২৩ জুন পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে। তবে হজ করার ক্ষেত্রে যারা আগে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের অগ্রাধিকার সুবিধা নেই।

এর আগে গত শনিবার সৌদি সরকার জানায়, করোনার কারণে এবার অন্য দেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। সৌদি আরবের নাগরিক এবং সেখানে বসবাসকারীদের মধ্যে মাত্র ৬০ হাজার মানুষ এবার হজের সুযোগ পাবেন। এক্ষেত্রে কিছু শর্তও দেওয়া হয়েছে।

শর্তের মধ্যে রয়েছে, সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন, যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত নন এবং গত পাঁচ বছর হজ করেননি কেবল তারাই এ বছর হজের জন্য আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে গতবছরও সংক্ষিপ্তভাবে হজ পালন করা হয়েছিল। সৌদি নাগরিক ও সেখানে বসবাসকারীদের মধ্যে মাত্র ১০ হাজার মানুষ হজ পালনের সুযোগ পেয়েছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি