ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

হজ শেষে দেশে ফিরেছেন ২৩৮৭ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ৭ সেপ্টেম্বর ২০১৭

পবিত্র হজ পালন শেষে ফিরতি ৬ ফ্লাইটে দেশে ফিরেছেন হাজার ৩৮৭ জন হাজি বুধবার সেপ্টেম্বর থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে

বুধবার রাত ৮টা ২২ মিনিটে সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ফ্লাইট বিজি-২০১২ ৪১৯ জন হাজি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে আরও ৫টি ফ্লাইট আসে।

প্রথমদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪ টি ফ্লাইটে মোট ২ হাজার ৩৮৭ জন হাজি ফিরে আসেন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন পবিত্র হজ পালন করেন। তবে হজ পালনের উদ্দেশে সৌদি গিয়ে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭০ জন পুরুষ ও ১৮ জন নারী। এদের ৬৫ জন মক্কা, ৭ জন মদিনা ও ১৬ জন মিনায় মারা যান।

/আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি