ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

হত্যা মামলার আসামীদের জামিন, বাদী ও সাক্ষীদের হত্যার হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২২ এপ্রিল ২০১৭

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে কলেজ ছাত্র শাওন হত্যা মামলার আসামীরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে মামলার বাদী ও সাক্ষীদের হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ’ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার ও সাক্ষীরা। ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর শাওন তার খালার বাড়ী বেড়াতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়। এ’ ঘটনায় শাওনের খালাতো ভাই বাদী হয়ে সোহেল পাটোয়ারীকে প্রধান আসামী করে ১০ জনের নামে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি