হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদ সীমার উপ দিয়ে প্রবাহিত হচ্ছে
প্রকাশিত : ১৩:০০, ২০ জুন ২০১৭ | আপডেট: ১৩:২৮, ২০ জুন ২০১৭
দু’দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদ সীমার ২৭০ সে.মি. উপরে প্রবাহিত হচ্ছে।
রোবাবার দুপুরের পর থেকে বাড়তে থাকতে নদীর পানি। শহরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩টি অংশ বেশ ঝুঁকিতে রয়েছে। এছাড়া বিভিন্ন বাঁধের বিভিন্ন অংশ নিয়ে পানি চুইয়ে ভেতরে আসছে। এসব এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টির ফলে হবিড়গঞ্জ শহরের প্রধান সড়কসহ অধিকাংশ রাস্তাাঘাট পানিতে তলিয়ে যায়। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সবাই সতর্ক হলে যানমালের ক্ষয়ক্ষতি কমানো যাবে।
আরও পড়ুন