হবিগঞ্জে টানা বর্ষণে তলিয়ে গেছে ৩৫ হাজার হেক্টর জমির বোরো ফসল
প্রকাশিত : ১৩:৪৯, ২৩ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৪:৩৬, ২৩ এপ্রিল ২০১৭
হবিগঞ্জের বোরো ফসল
দ্বিতীয় দফায় টানা বর্ষণে হবিগঞ্জে তলিয়ে গেছে ৩৫ হাজার হেক্টর জমির বোরো ফসল। পানির নিচে থাকার কারণে কাচা ও আধাপাকা ধানে পচন ধরছে। এ অবস্থায় কৃষকরা আধাপাকা ধান কেটে নিতে শুরু করেছেন। কষ্টের ফসল হারিয়ে সর্বশান্ত তারা।
চলতি মৌসুমে জেলায় ১ লাখ ১৬ হাজার ৫১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। চৈত্রের শেষে প্রবল বর্ষণে আর উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢলে দেখা দেয় অকাল বন্যা।
মাঝে কয়েকদিন বৃষ্টি না থাকায় আশার সঞ্চার হয়েছিল কৃষকদের মনে। কিন্তু গত দু’দিনের টানা বর্ষণে আবারও তলিয়ে গেছে হবিগঞ্জের গুঙ্গিয়াজুরি, গণকি, ভরগাও হাওর, কালুয়ার বিল, খাগাউড়া হাওরসহ ৩৫ হাজার হেক্টর জমির ফসল।
পানি বাড়তে থাকায় কৃষকরা জমি থেকে আধাপাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় ধান কেটে ফেলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
সরকারি সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন- এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের কৃষকদের।
আরও পড়ুন