ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হবিগঞ্জে শিশু ইসমাইলকে হত্যার কথা স্বীকার করেছে শিশুটির ভাবী

প্রকাশিত : ১৬:৩৮, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৩৮, ২৯ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Hobiganjহবিগঞ্জের মাধবপুরে শিশু ইসমাইলকে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শিশুটির ভাবী শাপলা বেগম। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে এ জবানবন্দি নেয়া হয়। গেলো ২৬ শে মার্চ টাকা চাওয়ায় ইসমাইলকে হত্যা করে মৃতদেহ বাড়ির ধানের গোলার নিচে লুকিয়ে রাখে শাপলা। ওই রাতেই ইসমাইলের বাবা রজব আলী মাধবপুর থানায় সাধারণ ডায়রি করেন। ঘটনারা ২ দিন পর গতকাল ওই স্থান থেকে ইসমাইলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ইসমাইলের বাবা-মা ও ভাই-ভাবীকে আটক করা হয়। তাদের থানায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে হত্যকান্ডের কথা স্বীকার করে ভাবী শাপলা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি