ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হরতাল ডাকল বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৮, ১ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২১:২১, ১ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

দুই সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে রোববার ঢাকায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার ভোট শেষ হওয়ার পর রাত ৮টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করে।  

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করি, ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার করার জন্য শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য সহযোগিতা করবেন। আমাদের এই হরতালের আওতায় অ্যাম্বুলেন্স, ওষুধ ও খাবারের দোকান থাকবে না।’

এরআগে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। ওই নির্বাচনের প্রথম বর্ষপূর্তি ঘিরে ২০১৫ সালের শুরু থেকে টানা তিন মাস হরতাল-অবরোধ করে দলটি। এতে অনেক প্রাণহানির ঘটনা ঘটে। এরপর এই প্রথম ফের হরতালের ডাক দিল তারা। 

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি