ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

হরিণেরও টোল ফাঁকি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ৩১ আগস্ট ২০১৭

এবার টোল ফাঁকি দেওয়ার ঘটনা ঘটেছে হরিণের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ ঘটনা ঘটেছে। কী অবাক হচ্ছেন!

ক্যালিফোর্নিয়ার মহাসড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, টোল ফাঁকি দেওয়ার অপরাধে তারা একটি তরুণ হরিণকে সেতুতে বাধা দিয়েছিলেন। মঙ্গলবার ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের প্রকাশ করা একটি ছবিতে দেখা যায়, সান ফ্রান্সিসকো-অকল্যান্ড বে ব্রিজের মাঝে একটি হরিণ দাঁড়িয়ে আছে। হেডলাইটের দিকে তার দৃষ্টি।


এক কর্মকর্তা মজা করে বলেছেন, হরিণটি নিয়মিত টোল পরিশোধ করলেও এদিন তার পকেটে টাকা ছিল না। হাইওয়ে প্যাট্রোলের কর্মকর্তা ম্যাথিউ হ্যামার বলেন, মঙ্গলবার সেতুটিতে দায়িত্ব পালন করার সময় তাদের দু’জন কর্মকর্তা দেখতে পান, ট্রেজার আয়ল্যান্ডের বন ছেড়ে ভুল করে একটি হরিণ সেতুটিতে তাদের গাড়ির সামনে চলে আসে। এ সময় হরিণটি অবাক দৃষ্টিতে কয়েক মিনিট তাকিয়ে ছিল। পুলিশও তখন হরিণটির ছবি তুলতে ভুল করেনি। কিছুক্ষণ পরেই হরিণটি ফের বনে ফিরে যায়। এপি।

//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি