ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

হলিডে মার্কেট নির্মাণের উদ্যেগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আনিসুল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৪:১১, ১৮ মে ২০১৭

প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা উত্তর সিটির প্রত্যেক ওয়ার্ডে-ওয়ার্ডে হলিডে মার্কেট নির্মাণের উদ্যেগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক।
সকালে রাজধানীর মহাখালীতে ডিসিসি কাঁচাবাজারের নির্ধারিত স্থানে দেশের প্রথম উইমেন্স হলিডে মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরো বলেন, নারী উদ্যোগতাদের এগিয়ে নিতে বিভিন্ন সহায়ক কার্যত্রম পরিচালনার অংশ হিসেবে এই আয়োজন। একই ধারাবাহিকতায় প্রতিবন্ধী নারীদের জন্যও মার্কেট নির্মাণ করা হবে বলেও জানান মেয়র। এছাড়া, সরকার কর্তৃক বিনা জামানতে ব্যাংক ঋণ প্রদান করা হচ্ছে বলেও জানানো হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও উপস্থিত ছিলেন।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি