ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

হলি আর্টিজানে নিহত সন্দেহভাজন ৬ জঙ্গির লাশ সহসাই হস্তান্তর

প্রকাশিত : ১৪:৫৭, ২৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৫৭, ২৩ আগস্ট ২০১৬

হলি আর্টিজান রেস্তোঁরায় জিম্মি সংকট অবসানে কমান্ডো অভিযানে নিহত সন্দেহভাজন ৬ জঙ্গির লাশ সহসাই হস্তান্তর হচ্ছে না। আর জঙ্গিরা শক্তিবর্ধক কোন কিছু খেয়েছিল কি-না সে পরীক্ষার ফলাফল এখনও এফবিআইএর ল্যাব থেকে আসেনি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে সন্দেহভাজন জঙ্গিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর এসব তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান। পহেলা জুলাই রাতে গুলশানে হলি আর্টিজান রেস্তোঁরায় হামলা চালিয়ে ৩ বাংলাদেশি ও ১৭ বিদেশি নাগরিক হত্যা করে জেএমবি জঙ্গিরা। আপস...পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এই সংকট অবসানে ২ জুলাই সকালে সেনা কমান্ডোরা অভিযান চালায়। এতে নিহত হয় সন্দেহভাজন ৬ জঙ্গি। এদের লাশ পরিবারের কাছে কবে হস্তান্তর হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। নৃশংস হত্যাযক্তের আগে উত্তেজক কোন মাদক সেবন করেছিল কি-না সেজন্য জঙ্গিদের রক্তের নমুনা সংগ্রহ করে তদন্তকারী সংস্থা কাউন্টার টেররিজম ইউনিট। পরে তা পরীক্ষার জন্য পাঠানো হয় যুক্তরাষ্ট্রের ল্যাবে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহত জঙ্গিদের পরিচয় আনুষ্ঠানিকভাবে শণাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি