ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘হলুদ’ রঙের ব্যাঙে ভরা জলাশয়! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ১৫ জুলাই ২০২০

বর্ষায় চতুর্দিকে পানি থৈ থৈ অবস্থা। চাষের জমিও বর্ষার পানিতে ভরে উঠেছে। আর ওই পানিতে লাফালাফি করে বেড়াচ্ছে অনেকগুলো উজ্জ্বল হলুদ রঙের ব্যাঙ! দেখতে ব্যাঙগুলোকে অপূর্ব লাগছে। হলুদের আভা ছড়িয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে এই ব্যাঙ। কোনটি আবার পানির ভেতর ডুব দিচ্ছে, আবার ভেসে উঠছে যেন আনন্দে আত্মহারা।

এমন দৃশ্যটি ধারণ করা হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যপ্রদেশে নরসিংহপুর এলাকায়। ১৩ জুলাই ভিডিওটি পোস্ট করেন পরভীন কাসওয়ান। তারপর ভিডিওটি ছেড়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত ১ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ দেখেছেন ভিডিওটি এবং শেয়ারও করেছেন অনেকেই। 

ভিডিওটি টুইটারে পোস্ট করে ভারতীয় বন বিভাগের কর্মকর্তা পরভীন কাসওয়ান জানিয়েছেন, চাষের জমির পানিতে লাফিয়ে বেড়ানো উজ্জ্বল হলুদ রঙের ব্যাঙ এ দেশেই পাওয়া যায়। এগুলোকে বুলফ্রগ বলা হয়। এগুলো একধরনের ভারতীয় সোনাব্যাঙ। বছরের অন্য সময়ে এদের শরীরের রং অন্যরকম থাকলেও বর্ষায় সঙ্গিনীকে আকর্ষিত করতেই এরা নিজের শরীরের রং বদলায়।

দেখুন ভিডিওটি-

এএইচ/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি