ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

হল খোলা রেখে জাবিতে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ

জাবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৫, ২২ জানুয়ারি ২০২২ | আপডেট: ১০:০৯, ২২ জানুয়ারি ২০২২

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সশরীরে পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। তবে খোলা থাকবে আবাসিক হলসমূহ। 

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এক জরুরি প্রশাসনিক সভা শেষে এ সিদ্ধান্ত জানান জাবি কোষাধ্যক্ষ রাশেদা আখতার।  

তিনি বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। তবে অনলাইন মাধ্যমে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সঙ্গে খোলা থাকবে আবাসিক হলসমুহও। 

রাশেদা আখতার আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯টা থেকে দুপুর ২ পর্যন্ত খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সকাল ৮টা থেকে ১০টা এবং দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত খোলা থাকবে। 

লাইব্রেরি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুধু বই লেনদেনের জন্য খোলা থাকবে, ভেতরে অবস্থান করা যাবে না বলে জানান তিনি।

এর আগে, গত ৯ জানুয়ারি থেকে সশরীরে পাঠদান বন্ধ ঘোষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি