ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

হাইকোর্টের নির্দেশে নগরী হবে বিলবোর্ডমুক্ত

প্রকাশিত : ১৪:৩৪, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৩৪, ১৯ আগস্ট ২০১৬

হাইকোর্টের নির্দেশ মেনে শিগগিরই নগরীকে বিলবোর্ডমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। শুক্রবার সকালে রাজধানীর ইউনাইটেড টাওয়ারে সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ঢাকাকে দৃষ্টিনন্দন ও আধুনিকভাবে উপস্থাপনে উচ্চ আদালতের নির্দেশনা মেনে চলা হবে। রাজনৈতিক বিলবোর্ড ও পোস্টার নিয়ন্ত্রণের বিষয়ে মেয়র জানান, দলগুলো শুধু দিবস উদযাপন কেন্দ্রীক পোস্টার ব্যবহার করতে পারবে। অন্য রাজনৈতিক বিলবোর্ড ও পোস্টারের ক্ষেত্রে বিশেষ কোনো ছাড় দেয়া হবে না। এসময় নিজ নিজ দায়িত্বে বিলবোর্ড সরিয়ে নেয়ার আহ্বানও জানান ঢাকা উত্তরের মেয়র।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি