ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লার মামলা

হাইকোর্টে ফের খালেদার জামিন আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ২৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বাসে দুষ্কৃতিকারীদের ছোঁড়া পেট্রোলবোমার ঘটনায় করা এক মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ ক্ষমতা আইনে করা ওই মামলায় হাইকোর্টে জামিন চেয়ে দ্বিতীয়বারের মতো আবেদন করেছেন তিনি।

রোববার খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ জামিন আবেদন করেন।

হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস.এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী একে এম এহসানুর রহমান।

এর আগেও এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়া। ওই সময়ে আবেদনের শুনানি শেষে ২৬ জুলাইয়ের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্টের একই বেঞ্চ।

এরপর গত ২৬ জুলাই কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ এ খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে আদেশ দেন। এ কারণে আবারও হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন আইনজীবীরা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি