হাইভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে পাকিস্তান
প্রকাশিত : ১৩:০৮, ২৭ অক্টোবর ২০২৩
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। চেন্নাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়েই চোখ পাকিস্তানের। অন্যদিকে জয় ভিন্ন কিছুই ভাবছে না দারুন ফর্মে থাকা প্রোটিয়ারা।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৫টি করে ম্যাচ খেলেছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে ৪টিতে জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা। আর ২ ম্যাচ জয়ে টেবিলের ৫ নম্বরে পাকিস্তান।
নিজেদের প্রথম ম্যাচে ৪২৮ রান করে বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে শ্রীলংকাকে ১০২ রানে উড়িয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। পরে ম্যাচে অজিদের বিপক্ষে ৩১১ রান করে ১৩৪ রানের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
তৃতীয় ম্যাচে অঘটনের শিকার দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের কাছে ৩৮ রানে হারে তারা।
পরের ম্যাচেই ৭ উইকেটে ৩৯৯ রান করে ইংল্যান্ডকে ২২৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ঘুরে দাড়ায় প্রোটিয়ারা। আর পঞ্চম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে ৩৮২ রান করে জয় পায় ১৪৯ রানে।
পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে ২৮৬ রান করে নেদারল্যান্ডনসকে ৮১ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করে। দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার ৩৪৫ রানের লক্ষ্য ৬ উইকেট ও ১০ বল হাতে রেখেই পার করে নিজেদের শক্তির প্রমান দেয়।
কিন্তু তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের কাছে ৭ উইকেটে হারে পাকিস্তান। চতুর্থ ম্যাচে অস্ট্রেলিযার কাছে হারে ৬২রানে। এরপর পঞ্চম ম্যাচেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাবর আজমরা। আফগানিস্তানের কাছে হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
নিজেদের সামর্থের শতভাগ দিয়ে লড়তে চায় পাকিস্তান।
এসবি/