ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

হাজারীবাগে ট্যানারিতে কাঁচা চামড়া প্রবেশ শিথিল হলেও, ফেরেনি প্রাণচাঞ্চল্য

প্রকাশিত : ১৮:৫১, ৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৫১, ৪ এপ্রিল ২০১৬

রাজধানীর হাজারীবাগে ট্যানারি কারখানাগুলোয় কাঁচা চামড়া প্রবেশ খানিকটা শিথিল হলেও, ফেরেনি প্রাণচাঞ্চল্য। শিথিলের প্রথম দিনে চামড়াবাহি ট্রাক খুব একটা ঢুকতে দেখা যায়নি। তবে, এক সপ্তাহ সময় খুব বেশি নয় দাবি করে যৌক্তিকভাবে সময় বাড়ানোর দাবি জানিয়েছেন ট্যানারী মালিকরা। এদিকে, হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ পুরোপুরি বন্ধ করার দাবী জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা। হাজারিবাগের ট্যানারিগুলোয় কাঁচা চামড়া প্রবেশ এক সপ্তাহের জন্য শিথিল করলেও, প্রথম দিন খুব বেশি চামড়াবাহী ট্রাক আসতে দেখা যায়নি। অবশ্য কারখানাগুলোয় খানিকটা বেড়েছে কর্মচাঞ্চল্য। তবে এক সপ্তাহ সময়ে সন্তুুষ্ট নন শ্রমিক ও মালিকরা। চামড়া শিল্প বাঁচানো ও কারখানা সাভারে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করে সময় বাড়ানোর দাবী জানান তারা। সময় বাড়ানোর সিদ্বান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ট্যানার্স এসোশিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, এর মধ্যে কিছুটা হলেও গুছিয়ে নেয়া যাবে। এদিকে, হাজারিবাগে কাঁচা চামড়া প্রবেশের সিদ্বান্ত শিথিলের বিরোধীতা করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন- পবা। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি বলছে, যুগ যুগ ধরে ট্যানারিগুলো পুরো ঢাকা শহরকে দূষিত করে চলেছে। ট্যানারিগুলো সাভারে স্থানান্তর করে ঢাকা শহরের পরিবেশ রক্ষার দাবীও তাদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি