হাজী দানেশের ১৭৬ শিক্ষার্থী পাচ্ছেন ফেলোশিপ
প্রকাশিত : ১৯:০১, ৮ ফেব্রুয়ারি ২০১৯
প্রতি বছরের ন্যায় এবারও গবেষণাকার্যে উৎসাহ প্রদানের লক্ষে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে খাদ্য ও কৃষিবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং জীববিজ্ঞান এই তিনটি বিভাগের এমএসসি,এমফিল ও পিএইচডি গবেষকদের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ প্রদান করা হয়েছে।
এবার সারাদেশ জুড়ে এই ফেলোশিপের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থেকে মনোনীত হয়েছেন ১৬৫৮ জন শিক্ষার্থী।
১৬৫৮ জন শিক্ষার্থীর মধ্য থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে নির্বাচিত হয়েছেন ১৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে শুধু কৃষি বিজ্ঞানের ১১ বিভাগের কৃষিবনায়ন ও পরিবেশ বিভাগ ৬, কৃষি সম্প্রসারণ বিভাগ ৯, এগ্রোনমি ১৪, কীটতত্ত্ব ১৩ বায়োকেনিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ৬, উদ্ভিদ রোগতত্ত্ব ৯, ফসল শরীরতত্ত্ব ১০, কৃষি রসায়ন ৭ , মৃত্তিকা ৫, উদ্যানতত্ত্ব বিভাগে ১৫ জনসহ কৃষিবিজ্ঞানে মোট ৯৪ জন শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।
এ ব্যাপারে বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষকের সাথে কথা বললে তারা জানান, এবার যারা ফেলোশিপের জন্য আবেদন করেছে তাদের কম-বেশি সবাই নির্বাচিত হয়েছে। যারা বাদ পড়েছে তাদের অনেকের মধ্যে ফেলোশিপের জন্য আবেদন করলেও পরবর্তীতে ভাইবা দিতে যায়নি।
উল্লেখ্যে,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফেলোশিপ বাবদ ৯ কোটি ৪৬ লক্ষ ৫ হাজার ৬’শ টাকা প্রদানের আদেশ দেওয়া হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রাপ্ত ১৬৫৮ জন শিক্ষার্থীদের মধ্যে এমএসসি শিক্ষার্থীদের জন প্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষকদের ৬৮ হাজার টাকা এবং পিএইচডি গবেষকদের তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন।
কেআই/
আরও পড়ুন