ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

হাতিরঝিলের এম্ফিথিয়েটারে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত : ২১:৩২, ৭ মার্চ ২০১৯ | আপডেট: ২১:৩৪, ৭ মার্চ ২০১৯

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৭ থেকে ৯ মার্চ হাতিরঝিলের এম্ফিথিয়েটারে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান চলবে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ।

রাজধানীর হাতিরঝিলে অবস্থিত এম্ফিথিয়েটারে (গুলশান পুলিশ প্লাজার সামনে) তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে থাকছে অ্যাক্রোবেটিক প্রদর্শনী, সংগীত, নৃত্য, যন্ত্রসংগীত, মঞ্চনাটক, যাত্রাপালা, পালাগান, পাপেট শো, ব্যান্ড সংগীত ও দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনা। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।

প্রথমদিনে ঐতিহাসিক ৭ মার্চ স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্পের প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ এবং ঢাকা জেলার জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান। এছাড়া ৭ মার্চ উপলক্ষ্যে বিশেষ ও নাটক মুজিব মানে মুক্তি মঞ্চস্থ হয়। আগামী ৮ ও ৯ মার্চ অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি