ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

হাবিপ্রবিতে অনলাইন টিচিং ও লার্নিং বিষয়ক প্রশিক্ষণ 

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৭, ২৩ আগস্ট ২০২০

চলমান করোনা মহামারির মধ্যে একাডেমিক কার্যক্রম সচল ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রমে সংযুক্ত রাখার উদ্দেশ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল ( IQAC) এর ব্যবস্থাপনায় চলছে ‘Effective Online Teaching and Learning Practices for the Teachers of HSTU’ শীর্ষক গ্রুপ প্রশিক্ষণ কর্মশালা। 

গত ১৯ তারিখ এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ ফজলুল হক (মুক্তিযোদ্ধা) এবং সভাপতিত্ব  করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আজ তৃতীয় দিন চলছে। আগামীকাল সোমবার কর্মশালার শেষদিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, ‘কোভিড-১৯ এর কারণে দেশের যে কয়েকটি খাত খুব বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে তার মাঝে শিক্ষা অন্যতম। এই কয়েক মাসে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই এখন আর বসে থাকার সময় নেই, আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও ইউজিসিসহ সকলেই অনেক আন্তরিক। অনলাইন শিক্ষা কার্যক্রমে বেশ কিছু বাঁধা আছে সেগুলো সমাধানের চেষ্টা চলছে। এক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তাহলে এই প্রশিক্ষণ দ্বারা শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে।’

এ ধরণের কর্মশালা আয়োজনের জন্য তিনি ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলকে ধন্যবাদ জানান। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি