আন্দোলনে অচলাবস্থা
হাবিপ্রবিতে একাডেমিক কাউন্সিলের বৈঠক আজ
প্রকাশিত : ০৯:০১, ১৫ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১১:০৬, ১৫ জানুয়ারি ২০১৯
ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছে। চব্বিশ ঘণ্টার আলটিমেটাম শেষ হলেও নতুন কোনো কর্মসূচি দেয়নি তারা। তবে আজ মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে ক্লাস-পরীক্ষা চালুর ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এদিকে সহকারী অধ্যাপকদের লাঞ্ছিতকারীদের বিচার, বেতন বৈষম্য নিরসনসহ কয়েকটি দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষক।
গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে দুপুরে আন্দোলরত শিক্ষার্থীরা ফিরে যায়। এদিকে বেলা সাড়ে ১১টা থেকে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি দল বেতন বৈষম্য দূর করার দাবি নিয়ে কোষাধ্যক্ষের কার্যালয়ে গেলে তাদের ওপর হামলা হয়। এ সময় কয়েকজন শিক্ষিকার শ্নীলতাহানিরও অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে বেতন বৈষম্য দূরীকরণ, শিক্ষক লাঞ্ছিত ও শিক্ষিকাদের শ্নীলতাহানির ঘটনায় জড়িতদের বিচার, প্রক্টর, রেজিস্ট্রার ও ছাত্র উপদেষ্টার বহিস্কার এবং দুই সহকারী অধ্যাপকের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন ৬১ জন সহকারী অধ্যাপক। পরে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রগতিশীল শিক্ষক ফোরামও। বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষকের মধ্যে দেড় শতাধিক আন্দোলনে রয়েছেন। ফলে প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে অধিকাংশ ক্লাস-পরীক্ষা।
এদিকে, ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে গত বুধবার রাস্তায় নামেন শিক্ষার্থীরা। পরের দিন প্রগতিশীল শিক্ষক ফোরাম ও সহকারী অধ্যাপকদের সঙ্গে আলোচনায় বসে প্রশাসন। দিনভর আলোচনা করেও কোনো সমাধান হয়নি। যার ফলে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এসএ/
আরও পড়ুন