ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হাবিপ্রবিতে পরীক্ষার ফল অটোমেশন প্রক্রিয়ার উদ্বোধন 

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩২, ১৪ মার্চ ২০২৩

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) পরীক্ষার ফলাফল অটোমেশন প্রক্রিয়ার উদ্বোধন করা হয়েছে। 

উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের লক্ষ্যে পরীক্ষা নিয়ন্ত্রক শাখা ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী কমিটি এ অনুষ্ঠানের আয়োজনে করে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। 

এসময় উপস্থিত ছিলেন ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, আইটি সেলসহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ রচনা করার ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের ৪টি মৌলিক ভিত্তি হলো, স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমি। আজকের এই অটোমেশন প্রক্রিয়া প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, এই অটোমেশন প্রক্রিয়ায় আমরা নিজস্ব সম্পদকে কাজে লাগিয়েছি। এটি বাস্তবায়ন হলে ফলাফল সংশ্লিষ্ট সকল কাজ অনলাইনে হবে। শিক্ষার্থীদের একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে এবং ফলাফল প্রকাশের পর লগইনের মাধ্যমে যার ফলাফল শুধু সে-ই দেখতে পারবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি