ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

হাবিপ্রবিতে ভোক্তা অধিকার সংগঠন ‘সিওয়াইব’র যাত্রা

প্রকাশিত : ১৯:১০, ১১ এপ্রিল ২০১৯

ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর যুব শাখা, তরুণ ভোক্তাদের সংগঠন কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাখা উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগের শিক্ষার্থী মো. রাসেল রাজুকে সভাপতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. মনজুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি পলাশ মাহমুদ ও সাধারণ সম্পাদক মাহি মাহফুজের অনুমোদক্রমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের সেমিনার কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী শুভ।

আগামী এক বছরের (২০১৯) জন্য ঘোষিত এ কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মারুফ আহমেদ, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাইদ এছাড়াও রয়েছেন বিশ্ববিদ্যালয়টির সহকারী অধ্যাপক ড. মিসরাত মাসুমা পারভেজ এবং খালিদ ইমরান।

কমিটিতে অন্যান্য হলেন- সহসভাপতি জুয়েল রানা, হাসিবুল হাসান স্বরণ, মো. রাশেদ ও মো. মাসুদ রানা। যুগ্ম-সম্পাদক মো. রাকিবুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. রমজান আলী ও মো. সোলায়মান। সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক তৌফিকুর সরকার, অফিস সম্পাদক গোলাম মোস্তফা, সহকারী অফিস সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক মোহাম্মদ তানভীর আহম্মেদ, সহকারী অর্থ সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া প্রচার সম্পাদক মুরাদ সরকার মিকাত, সহকারী প্রচার সম্পাদক জাহিদুল হাসান ইমন, ভোক্তা অধিকার সম্পাদক বেলায়েত হোসাইন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পদক পপি রাণী মোহন্ত, ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক মোনতাসির মামুন, সাংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. রায়হান ইসলাম, গণমাধ্যমবিষয়ক সম্পাদক শাহরিয়ার হিমেল কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন-জুলফিকার আলী,প্লাবন কান্তি রায়, রায়হান ইসলাম সুজন আলী, রিফাত রহমান, আব্দুর রহীম, শামীমা খাতুন, শাকিল আহম্মেদ, খাদেমুল ইসলাম, সিফাত আল জামান, তামান্না তাবাসসুম জয়া, সুমাইয়া বিনতে মাহবুব অতশী, মো.ফুয়াদ হাসান, সম্রাট মোহন্ত জয়, সুস্মিতা রায়, মমতাজ আক্তার মীম, আনোয়ারুল আসাদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী শুভ।

অনুষ্ঠানের একটা পর্যায়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম শিক্ষার্থীদের ভোক্তার অধিকার ও ভোক্তা আইনের ওপর প্রশিক্ষণ প্রদান করেন।

উল্লেখ্য, সিওয়াইবি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্রগ্রাম, বরিশাল, খুলনা, বেগম রোকেয়া ও গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি