হাবিপ্রবিতে ১৯ দিনের ছুটি ঘোষণা
প্রকাশিত : ২২:৩৯, ২৩ মে ২০১৯
পবিত্র রমজান-ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে ১৯ দিনের ছুটি শুরু হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘রমজান,জুমআতুল বিদা,শবে কদর ,ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১০ জুন পর্যন্ত সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারীবিধি মোতাবেক দীর্ঘ ছুটির মধ্যবর্তী সময় একদিন অফিস খোলা রাখতে হয় । সে কারনে ৩০ মে সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত হল,বিভাগ,প্রশাসনিকসহ সব ধরনের অফিস খোলা থাকবে । এরপর ১১ জুন হতে পুনরায় যথারীতি ভাবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে।
ছুটিতে আবাসিক হলগুলো বন্ধ থাকবে কিনা এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. খালেদ হোসেন জানান, ‘এখনো আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে অফিসিয়ালভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অনেকেই ইতোমধ্যে বাসায় চলে যাওয়ায় এবং ক্যাম্পাস দীর্ঘদিন ছুটি হওয়ায় জন্য নিরাপত্তার স্বার্থে হল বন্ধ করে দেয়া হবে ।
আরও পড়ুন