ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

হাবিপ্রবির ভেটেরিনারি টিচিং হাসপাতালের ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন 

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫২, ২৮ আগস্ট ২০২২

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদের ভেটেরিনারি টিচিং হাসপাতাল এর আয়োজনে রোববার দিনাজপুর জেলার বিরল উপজেলার কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গবাদি প্রাণির চিকিৎসা, ভ্যাক্মিনেশন ও পরামর্শ কার্যক্রম হিসেবে 'ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প' অনুষ্ঠিত হয়েছে।

ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, মেডিসিন, সার্জারি এন্ড অবস্টেট্রিক্স ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. মো. ফারুক ইসলাম, সহযোগী অধ্যাপক ডাঃ মো. সাজেদুর রহমান স্যার, সহকারী অধ্যাপক ডাঃ মো. ইসমাইল হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মীর রওশন আক্তার, প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মো. মমিনুল ইসলাম, ভেটেরিনারি টিচিং হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ মো. হান্নান আলী। এছাড়াও ডিভিএম শেষ বর্ষের শিক্ষার্থীরা এ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন। 

এই ক্যাম্পেইনে গবাদি প্রাণীর ফ্রি চিকিৎসা, ভ্যাক্সিনেশন, পরামর্শ প্রদান এবং কৃমিমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি বিনামূল্যে কৃষকদের গবাদি প্রাণীর রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও স্যালাইন প্রদান করা হয়।

ক্যাম্পেইনে প্রায় ৩৪৮টি প্রাণির স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং আপওয়ার্ড প্যাটেলার ফিক্সেশন অপারেশনসহ বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদের ছাত্র-ছাত্রীদের চিকিৎসা বিষয়ক হাতে কলমে শিক্ষার  পাশাপাশি এই অঞ্চলের জনসাধারণের সকল প্রকার গবাদি প্রাণির সুচিকিৎসা প্রদান করে থাকে। এছাড়াও ভ্রাম্যমান ভেটেরিনারি ক্লিনিক যেটি সরাসরি মাঠে গিয়ে গ্রাম পর্যায়ে প্রান্তিক কৃষকের গবাদি প্রাণিগুলোকে আধুনিক চিকিৎসা সেবা দিয়ে থাকে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি