ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান ড. শাহ্ মইনুর

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:১২, ১৭ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অধ্যাপক ড. শাহ্ মইনুর রহমান। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ মইনুর রহমান বলেন, প্রথমেই উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অতিরিক্ত দায়িত্বের তুলনায় চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এখানকার দায়িত্বে আমাদের পড়াশোনা এবং গবেষণা হতে লব্ধ জ্ঞানের প্রয়োগ ঘটাতে পারি। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরির মাধ্যমে একটি বিভাগকে এগিয়ে নিতে পারি।

অধ্যাপক ড. শাহ্ মইনুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে কৃষিতে স্নাতক ও ২০০২ সালে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ২০১১ সালে জাপানের থেকে ইয়ামাগাটা ইউনিভার্সিটি থেকে বায়োপ্রোডাকশনে স্নাতকোত্তর এবং ২০১৪ সালে আইওয়াটে ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০০৫ সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওই বিভাগেই পর্যায়ক্রমে ২০০৮ সালে সহকারী অধ্যাপক, ২০১৩ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৭ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। 

এছাড়াও তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ডরমেটরি-২ হলের সহকারী হলসুপার, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে অধ্যাপক ড. শাহ্ মইনুর রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে ২০২১ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)র অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি