ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

হাবিপ্রবি ছাত্রলীগ নেতাদের রুমে দেশীয় অস্ত্র ও মদের বোতল

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৮, ১৪ আগস্ট ২০২৪

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অভিযান চলছে। শিক্ষক ও সাংবাদিকদের সহযোগিতায় শিক্ষার্থী এবং আনসার সদস্যরা অভিযান পরিচালনা করছেন। এসময় হলগুলো থেকে বিপুল পরিমাণ লোহার পাইপ, রড, রাম দা, হকিস্টিক, চাকু, মদের বোতল, গাঁজা ও গাঁজা খাওয়ার সামগ্রীসহ দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমানের সাথে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের এক মিটিংয়ে হলে অভিযান পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত হয়। 

এরপর রেজিস্ট্রারের উপস্থিতিতে বেলা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শেখ রাসেল হল এবং তাজউদ্দীন হলে অভিযান চালানো হয়। এসময় হলগুলো থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও খালি মদের বোতল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

শেখ রাসেল হল এবং তাজউদ্দীন আহমেদ হলে ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন আকাশ ও সাধারণ সম্পাদক এম এম মাসুদ রানা মিঠু থাকতেন। অস্ত্র উদ্ধারের বিষয়ে তাদের সাথে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় কোন মন্তব্য পাওয়া যায়নি।

অভিযানে শুধুমাত্র তাজউদ্দীন আহমেদ হলের একটি ফ্লোর থেকে উদ্ধার হয়েছে বাঁশের লাঠি ১৪৩টি, লোহার রড ১৬টি, লোহার পাইপ ২২টি, সামুরাই ৬টি, লোহার চেইন ২টি, খালি মদের বোতল ৩টি ও বিপুল মাদক সামগ্রী।

পরে উদ্ধারকৃত অস্ত্রগুলো শিক্ষার্থীরা সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি