ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাবিবের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই : তিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ১৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মডেল ও অভিনেত্রী তানজিন তিশা জানান, কণ্ঠশিল্পী হাবিবের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। অনেক আগেই তাদের সম্পর্ক ভেঙে গেছে।

গতকাল সোমবার নিজ থেকেই তিশা গণমাধ্যমের কাছে একথা স্বীকার করেন। তিনি বলেন, ‘প্রায় এক বছর আমাদের মধ্যে তেমন কোনো সমস্যা ছিল না। তবে হাবিবের সাবেক স্ত্রী মাঝেমধ্যে সমস্যা সৃষ্টি করতেন। হাবিব নিজ থেকেই আমাকে ভালোবেসেছিল। আবার নিজ থেকেই সম্পর্ক ছিন্ন করেছে। কী কারণে সম্পর্ক ছিন্ন করেছে, তার জবাব এখনো পাইনি।’

একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করা ভুল ছিল জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দুজনের সম্পর্কের জায়গাটাকে সম্মান করতে গিয়ে এখন বাইরের মানুষের কাছে অপমান ও অপদস্থ হতে হচ্ছে! সেই যন্ত্রণার কথা আমি ছাড়া আর কেউ বুঝবে না। যার জন্য এত কিছু করেছি, সেই মানুষটিই এখন আর আমার সঙ্গে নেই। হুট করেই আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে কার জন্য আমি এই মিথ্যা অপবাদ বয়ে বেড়াব?’

তবে এ ঘটনায় তিশা খুব একটা ভেঙে পড়েননি। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘সে যেভাবে ভালো থাকতে চায়, থাকুক। আর আমি আমার মতো করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

/ডিডি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি