ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

হামলার প্রতিবাদে খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি শুরু

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৩, ১ মার্চ ২০২৩

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে খুলনায় ২৪ ঘন্টার কর্মবিরতি শুরু হয়েছে।

আজ বুধবার (১ মার্চ) সকাল ৬টা থেকে সকাল থেকেই সরকারি হাসপাতালের বর্হিবিভাগ ও বেসরকারি হাসপাতালে রোগী দেখা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। খুলনা জেলার স্বাস্থ্যের সকল প্রতিষ্ঠানে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৬টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে।  

এর আগে মঙ্গলবার বিএমএ ভবনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

চিকিৎসকের ওপর হামলাকারী এএসআই নাঈম ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে এই কর্মবিরতি। আজ সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহি:বিভাগ চত্তরে বিক্ষোভ সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছেন নেতারা।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি খুলনা মহানগরীর শেখপাড়ায় অবস্থিত হক নার্সিং হোমে অপারেশন চলাকালীন হামলা করে রোগীর স্বজনরা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের বার্ন প্লাস্টিক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নিগৃহীত করেন। সেই সঙ্গে তাকে হত্যা করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি