ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

হামলা ও ভাংচুরের অভিযোগে ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জন কারাগারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ১৯ মে ২০১৭ | আপডেট: ১৮:৫৭, ১৯ মে ২০১৭

পাবনার ঈশ্বরদীতে প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের অভিযোগে ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু বাসেত বুলু তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হামলা-ভাংচুরের মামলায় বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়রা জানায়, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সাথে তার জামাতা ঈশ্বরদীর পৌর মেয়র আবুল কালাম আজাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে বৃহস্পতিবার বিকেলে যুবলীগ নেতা রাজিব সরকারের নেতৃত্বে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী আবুল কালাম আজাদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। হামলাকারীরা ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতেও ভাঙচুর চালায়। এ’সময় জুবায়েরের মা আহত হন। পুলিশ জানায়, এ’ ঘটনায় জুবায়েরের বাবা মুক্তিযোদ্ধা আতিয়ার বিশ্বাস বাদী হয়ে ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল ও যুবলীগ নেতা রাজিব সরকারসহ কয়েকজনকে আসামী করে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি