ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

হামলা বন্ধ ঘোষণা ইসরাইলের, প্রতিরোধের দাবি ইরানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ২৬ অক্টোবর ২০২৪

ইরানে বিমান হামলার আপাতত সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরাইল। এদিকে ইরানের দাবি, ইসরায়েলি এই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র।
 
 ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর শেয়ার করা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি এখন নিশ্চিত করছি যে আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলের পাল্টা হামলার সমাপ্তি টানার সিদ্ধান্তে পৌঁছেছি।’
 
হাগারি বলেন, ‘আমরা ইরানে সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। ইরানের তাৎক্ষণিক হামলার হুমকি ব্যর্থ করে দিয়েছি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সফল মিশন শেষ করেছে।’
 
হুঁশিয়ারি দিয়ে হাগারি আরও বলেন, ইরান যদি নতুন করে হামলা চালায় তাহলে ইসরাইল ‘প্রতিক্রিয়া দেখাতে বাধ্য’ হবে।

এদিকে ইরান দাবি করেছে, ইসরায়েলি এই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী।

শনিবার সকালে এক বিবৃতিতে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, “হুঁশিয়ারি সত্ত্বেও অবৈধ ইহুদিবাদী ভূখণ্ড থেকে তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের বিভিন্ন সামরিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। তবে আমাদের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইসরায়েলি হামলাকে প্রতিহত করেছে। তবে তারপরও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “হামলার কারণে কিছু স্থানে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির মাত্রার বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।”

শুক্রবার রাতে ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।’ 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি