ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

হামাসকে ধ্বংস করার পরিকল্পনা ভেস্তে গেছে: জোসেপ বোরেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ২৩ জানুয়ারি ২০২৪

গাজায় হামাসকে ধ্বংস করার ইসরায়েলি পরিকল্পনা ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল। 

সোমবার গাজা ইস্যুতে মধ্যপ্রাচ্য ও ইইউ নেতাদের বৈঠকে এই কথা বলেন তিনি।

এ সময় দুই রাষ্ট্র সমাধানের বিরোধিতা করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন ইউরোপের নেতারা। তারা বলেন, শুধু সামরিক উপায়ে শান্তি অর্জন সম্ভব নয়। 

বোরেল বলেন, ‘গাজায় হামাসকে ধ্বংস করার ইসরায়েলের পরিকল্পনা কাজ করছে না। ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ইইউর অবশ্যই দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের প্রচেষ্টা এগিয়ে নেওয়া উচিত।’

এদিকে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। সোমবার শহরটিতে ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া খান ইউনিসে লড়াইয়ের সময় আরও ২২ সেনার হতাহতের খবর দিয়েছে তেল আবিব। 

অন্যদিকে, ইয়েমেনে হুতিদের ৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি