ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হামাসের প্রস্তাব নেতানিয়াহুর প্রত্যাখান, যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ৮ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

হামাসের দেয়া ১৩৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে বৈঠকের পর তিনি বলেন, আগামি কয়েক মাসের মধ্যেই গাজায় পুরোপুরি বিজয় অর্জন সম্ভব। 

তাই কাঙ্খিত জয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। 

তবে যুদ্ধবিরতি নিয়ে আশাবাদি ব্লিঙ্কেন। নতুন চুক্তিতে পৌঁছানোর অনেক সম্ভাবনা এখনও বাকি আছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 

গাজায় যুদ্ধ বন্ধে তিন ধাপে ১৩৫ দিনের চুক্তির প্রস্তাব দিয়েছে হামাস। প্রস্তাবে বলা হয়েছে, হামাসের হাতে জিম্মি সব ইসরায়েলিকে ছেড়ে দেওয়া হবে। বিনিময়ে অবরুদ্ধ উপত্যকা থেকে ইসরায়েলকে সব সৈন্য ফিরিয়ে নিতে হবে এবং বন্দি ফিলিস্তিনি নারী-শিশুদের মুক্তি দিতে হবে।

হামাসের এই প্রস্তাবকে ‌‌‘উদ্ভব’ বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, একটি সম্পূর্ণ এবং চূড়ান্ত বিজয় ছাড়া অন্য কোনো সমাধান নেই। হামাস যদি গাজায় টিকে থাকে তবে পরবর্তীতে আবারও তারা হুমকি হয়ে উঠবে।

এদিকে, রাফাহ শহরের দুটি আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলায় ১২ জন নিহত হয়েছে। দেইর এল-বালাহতে প্রাণ গেছে ২ জনের। এছাড়া গাজা সিটিতে পানি সংগ্রহের সময় বিমান হামলা চালিয়ে ১৩ জনকে হত্যা করে নেতানিয়াহু বাহিনী। 

অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন হামলায় চালিয়ে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা দাবি করেছে যুক্তরাষ্ট্র।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি